পঞ্চগড় জেলা সদরের পশ্চিম পার্শ্বে শহরের উপকণ্ঠে পঞ্চগড়- আটোয়ারী রাস্তার পশ্চিম পার্শ্বে জেলা শহর হইতে প্রায় ২ কি: মি: দূরত্বে করতোয়া নদীর তীরে নিজস্ব ৩টি ভবনে মনোরম পরিবেশে ৪ কক্ষ বিশিষ্ট ৮নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদ অবস্থিত।
১। আয়তন : ১২ বর্গ কিলোমিটার।
২। লোকসংখ্যা : ৩১,৪৪৫ জন।
৩। গ্রামের সংখ্যা : ৪৮টি।
৪। খানার সংখ্যা : ৮৮০০টি।
৫। মৌজা : ৭টি।
৬। হাট বাজার : ২টি।
৭। খোয়ার : ৮টি।
৮। জন্ম নিবন্ধন রেজিষ্টার : ৭টি।
৯। মৃত্যু রেজিষ্টার : ২টি।
১০। পাকা রাস্তা : ৩৫ কি:মি।
১১। কাচা রাস্তা : ৬৫ কি:মি।
১২। ব্রীজকাল ভাট : ২০৫টি।
১৩। শিক্ষার হাট : ৫৪% (২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী)
১৪। সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৯টি।
১৫। উচ্চ বিদ্যালয় : ৬টি।
১৬। মাদ্রাসা : ২টি।
১৭। গরুত্বপূর্ন ধর্মীয়স্থান : ৫টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS